You cannot copy content of this page

“বন্ধন টেকনাফ” সদস্যদের ঈদ শুভেচ্ছা বিনিময়

received_1103227166553889.jpeg

মোঃ আলমগীর, টেকনাফ ::

মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “বন্ধন টেকনাফ” সদস্যরা ঈদ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

৭ই মে (শুক্রবার ) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মিটাপানির ছড়ার নেপচুন এয়্যার ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মোঃ মামুনুর রশীদ মামুনের নিজ বাসভবনে এই  শুভেচ্ছা বিনিময় হয়।  এসময় বন্ধন টেকনাফ (সামাজিক সংগঠ) সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ আলম, ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা তৌফিকুল আলম, আইওএম কর্মকর্তা মোহাম্মদ আলী, টেকনাফ বাজার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, সাবরাং হাই স্কুলের শিক্ষক এজাজুল হক, এনজিও কর্মকর্তা সাইফুল আজম, মোঃ মহিউদ্দিন, টেকনাফ বন্দর ব্যবসায়ী কামাল, মৌঃ মোহাম্মদ তারেক, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবিরসহ অনেকেই উপস্থিত ছিলেন প্রমূখ।

এ সময় পরস্পর পরস্পরের খোঁজ খবর নেন।

আপনার মন্তব্য দিন

Share this post

scroll to top