বাড়িআলোকিত টেকনাফঅগ্নিনিরাপত্তায় কক্সবাজারের হোটেলে

অগ্নিনিরাপত্তায় কক্সবাজারের হোটেলে

কক্সবাজার প্রতিনিধিঃ

রাজধানীর চকবাজার ও বনানী অগ্নিকা-ের ঘটনার পর টনক নড়েছে কক্সবাজার জেলা প্রশাসনের। দীর্ঘদিন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া পরিচালিত এসব হোটেল, মোটেল ও রিসোর্টের বিরুদ্ধে গত সোম ও মঙ্গলবার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

সোমবার ও মঙ্গলবার জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে নামে কলাতলীস্থ বেস্ট ওয়েস্টর্টাণ হেরিটেজ, উইন্ডি টেরেজ, সি ওয়াল্ডসহ বেশ কিছু হোটেলে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ জানান, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এরপর ৯টি করে ফায়ার এক্সটিংগুইশার থাকার নিয়ম থাকলেও আছে মাত্র ৪টি করে।

এছাড়া হাইড্রেন্ট পয়েন্টে অকেজো, এলপি গ্যাস সিলিন্ডার অরক্ষিত অবস্থায় থাকা, ওয়াটার রির্জাভে পর্যাপ্ত পানি না থাকা এবং অকেজো ও জরুরি বের হওয়ার পথ সরু এবং ফ্লোর মারকিং নেই। এসব কারণে এই হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ২০ এপ্রিলের মধ্যে এসব ত্রুটি সংশোধনের করে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য বলা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments