বাড়িআলোকিত টেকনাফআলীকদমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৮ পালিত

আলীকদমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৮ পালিত

জয়দেব রানা , আলীকদম করেসপনডেন্ট :

আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এমন প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৮।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্রগ্রাম-২ এর আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় রোববার সকাল সাড়ে ১০টা উপজেলা পরিষদের সামনে সড়কে মানবন্ধন কর্মসূচী পালন করা হয়।

পরে উপজেলা হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেস্যার আবু হানিফের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করেন, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম।

বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, থানার সেকেন্ট অফিসার আজমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল মান্নান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দু রহিমের স ালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশকে পেছনে ফেলে, তাই দেশের জাতীয় উন্নয়নের স্বাথে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দুর্নীতির বিরোদ্ধে সকলকে একতাবদ্ধ ও সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।

এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক ও স্থানিয় গন্য মান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments