বাড়িআলোকিত টেকনাফউত্তাল সাগর, সেন্টমার্টিনে আটকা ১২শ পর্যটক

উত্তাল সাগর, সেন্টমার্টিনে আটকা ১২শ পর্যটক

বাংলাদেশ-ভারত উপকূলের দিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ঘূর্ণিঝড়টির প্রভাবে এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে সাগর। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিনে ১২শ পর্যটক আটকা পড়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ৩ নম্বর সঙ্কেত ঘোষণার পর বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নোটিশ দেয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে প্রায় ১২০০ পর্যটক আটকা পড়েছে। দ্বীপে আটকে পড়া পর্যটকরা নিরাপদে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপে ৫টি সাইক্লোন শেল্টারসহ বহুতল কয়েকটি হোটেল রয়েছে। পরিস্থিতি খারাপ হলে আটকে পড়া পর্যটকদের বিচলিত হওয়ার কিছু নেই। সঙ্কেত বাড়লে আমরা তাদের এসব স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব।

এ দিকে কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজের ইনচার্জ মো. শাহ আলম জানান,  ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সঙ্কেতের পর টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল স্থগিত করে দেয় প্রশাসন। শুক্রবার সেন্টমার্টিনের পথে যায়নি জাহাজ।

উল্লেখ্য, ‘বুলবুলের’ প্রভাবে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় তীরে ভিড়ছে সকল মাছ ধরার নৌকা ও ট্রলার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments