বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবদুল করিম, স্পেশাল করেসপনডেন্ট :

“ আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই” এ প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও আলোচনা সভা।

রবিবার জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে পদস্থ সরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধাসহ নানাশ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষেরাই পারে দুর্নীতি রোধ করতে। দেশকে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব আমাদের সবার। কারণ দুর্নীতির কারনে আমাদের দেশের লোকজন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বিশেষ করে যুব সমাজের দুর্নীতিবিরোধী অভিযানে সম্পৃক্ত হওয়া এখন সময়ের দাবি বলেও মনে করেন তিনি।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহিদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান।

স্বাগত বক্তব্যে রাখেন-জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাশ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপিকা শারমিন সিদ্দিকা লিমার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বাহাদুর শাহ, সদস্য মনজুর আল আজাদ, সাইফুল আজিম, জহির উদ্দিন, মাউন টিন, অধ্যাপিকা রোমেনা আক্তার প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments