বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে পৃথক ঘটনায় নিহত ২,গুলিবিদ্ধ ১ রোহিঙ্গা যুবক

কক্সবাজারে পৃথক ঘটনায় নিহত ২,গুলিবিদ্ধ ১ রোহিঙ্গা যুবক

খাঁন মাহমুদ আইউব,স্টাফ রিপোর্টার।
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা দুর্বৃত্তদের গুলিতে অছি উল্লাহ (৩০) নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন।শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আলীখালী রোহিঙ্গা শিবিরের (ডি ব্লকে) এঘটনা ঘটে।পরে আইনশৃংক্ষলা বাহিনীর সদস্যরা আপহৃতকে উদ্ধার করেছে বলে জানাগেছে।অপরদিকে কক্সবাজারের কুতুবদিয়া দু’দল জলদস্যুদের মধ্যে গোলাগুলির ঘটনায় মাহমুদুল করিম (৩০) এবং কাইয়ুম উরফে কালু(৩৫) নামের ২ জলদস্যু নিহত হয়েছে।শুক্রবার ভোরে লেমশিখালি দরবার শরীফ সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা জানান,গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা রোহিঙ্গা শিবিরের (ডি ব্লকে) এসে আব্দুল বাসেদ (১৪) কে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাচ্ছিল।এসময় তার বড় ভাই অছি উল্লাহ বাধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে বাসেদ কে অপহরণ করে পাহাড়ে ঢুকে পড়ে।পরবর্তীতে ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গারা গুলিবিদ্ধ অছি উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।
এবিষয়ে রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম জানান,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনা পরবর্তী অভিযান চালিয়ে অপহৃত বাসেত কে উদ্ধার করে।
অপরদিকে,কুতুবদিয়া থানার (ওসি) দিদারুল ফেরদৌস জানান, ভোরে দু’দল জলদস্যুদের মধ্যে গোলাগুলির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে ৪০/৫০ রাউন্ড গুলি ছোড়ে।পুলিশও আত্মরক্ষার্থে ৫ রাউন্ড গুলি ছোড়লে দস্যুরা পালিয়ে যায়।জলদস্যুদের গুলিতে সাইদুল ইসলাম (২৩) ও তাপস বড়ুয়া (২৪) পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
ওসি আরো জানান,সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments