বাড়িআলোকিত টেকনাফটেকনাফে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এফআরএইচ সংগঠন

টেকনাফে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এফআরএইচ সংগঠন

আজিজ উল্লাহ, টেকনাফঃঃ-

টেকনাফে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এফআরএইচ সংগঠনের নেতা-কর্মীরা
জানা যায়,বুধবার ২২ মে বিকাল ৩.০০ টার সময় টেকনাফে স্টেশন এফআরএইচ সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন করা হয়।
এসময় বক্তারা বলেন, প্রকৃতিতে যখন প্রচন্ড উত্তাপ ও সীমাহীন গরম, মানুষ যখন রোজা রেখে অসহনীয় গরম সহ্য করতে না পেরে একটু আরামে ঘুমাতে বিদ্যুতের জন্য হাহাকার করছেন ঠিক তখনই পুরা টেকনাফ উপজেলায় লোডশেডিং ও লো ভোল্টেজ চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেন।সন্ধ্যা হলে পুরা টেকনাফ উপজেলায় বিশেষ করে উপকূলীয় বাহারছড়ায় লো ভোল্টেজের অবস্থা এমন হয়,যে বিদ্যুতের আলোতে বাল্ব দেখা যায় না।ফ্যানের পাকাও একটু ঘুরে না,লো ভোল্টেজের কারণে ফ্রিজে রাখা কাঁচা মাল, ফলমূল, তরিতরকারি পঁচে গলে নষ্ট হয়ে যাচ্ছে,এখন অনেকটা তারাবি ও সেহরির সময়ও বিদ্যুৎ থাকে না। অথচ বিদ্যুতের অভাব পুরণের জন্য রঙ্গিখালী শত শত বিগা লবণের মাঠ ও কৃষি জমি ধ্বংস করে তৈরি করা হয়েছে ২০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ তাহলে উৎপাদিত ২০ মেগাওয়াট বিদ্যুৎ কোথায় পাচার হয়ে গেলো বলে প্রশ্ন করেন।বক্তারা আরও বলেন, যেখানে পুরা উপজেলায় ১১ মেগাওয়াট বিদ্যুৎ হলে ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকার কথা সেখানে দৈনিক ৬ ঘনটাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।টেকনাফের বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে সমাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি হচ্ছে তারপরও বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে টেকনাফ পল্লী বিদ্যুত অফিস থেকে প্রেসকনফারেন্স করে এর সমস্যা কি তার কিছুই এখনো জানানো হয়নি।টেকনাফে আর কোন বিদ্যুৎ বিভ্রাট নয়, লো ভোল্টেজ নয়, টেকনাফবাসী নিয়মিত ২৪ ঘন্টা বিদ্যুতের সরবরাহের দাবি জানান।উপস্থিত ছিলেন সাংবাদিকসহ এফআরএইচ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের কর্মীরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments