বাড়িআলোকিত টেকনাফটেকনাফে মেয়র শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা : আজকের শিক্ষার্থীরা আগামী...

টেকনাফে মেয়র শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা : আজকের শিক্ষার্থীরা আগামী দিনের জাতীর ভবিষ্যৎ

আশেক উল্লাহ ফারুকী।   

শিক্ষার্থীরা আগামী দিনের জাতীর ভবিষ্যৎ। দেশ ও জাতীর উন্নয়নে শিক্ষা ছাড়া কোণ বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতী গড়ার কাজে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষিত জাতী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। মানব সম্পদ সৃষ্ঠির একমাত্র কারখানা শিক্ষা প্রতিষ্ঠান এজন্য সুশিক্ষা ও সৎ ও যোগ্য নেতৃত্ব, দেশ ও জাতীগঠনে নিত্যন্ত প্রয়োজন। তেমনি বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষাকে অগ্রধিকার দিয়েছে। একজন শিক্ষার্থীকে শুধুমাত্র সার্ঠিফিকেট অর্জনই যতেষ্ঠ নয়। তাকে বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এছাড়া মাদকমুক্ত সমাজ বিনির্মানে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। টেকনাফ আজ দেশে বদনামের শিকার। এ বদনাম বদলাতে হলে দলমত নির্বিশেষে সবাইকে সামাজিক আন্দোলন করে মাদককে না বলার পরিবেশ গঠন করতে হবে। ১০জুন (সোমবার) সকাল ১১টায় টেকনাফ পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে মেয়র শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। টেকনাফ পৌর আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে পৌর মেয়রের সাগত বক্তব্যের পর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ আলহাজ আব্দুর রহমান বদি (সিআইপি) বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ ও উপজেলা আঃ লীগের সভাপতি অধ্যাপক মোঃ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রবিউল হাসান, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ও’সি) প্রদীপ কুমার দাশ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এর আগে অনুষ্ঠানে পৌর মেয়র হাজী মোঃ ইসলাম অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে কয়েকজন পৌর কাউন্সিলার ছাড়া বাকিদের দেখা মিলেনী। এ নিয়ে অনুষ্ঠানে শ্রুতাদের মধ্যে বিরূপ মন্থব্য করতে শুনা গেছে। অনুষ্ঠান শেষে মেয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে অতিথিবৃন্দ ক্রেষ্ঠ ও নগদ অর্থ তুলে দেন। এতে উপস্থিত ছিলেন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও এলাকা কার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments