বাড়িআলোকিত টেকনাফটেকনাফ পৌর যানজট কমিটির নামে অবৈধ চাঁদাবাজি

টেকনাফ পৌর যানজট কমিটির নামে অবৈধ চাঁদাবাজি

(ধারাবাহিক পর্ব ২)

স্টাফ রিপোর্টার।

টেকনাফ পৌরসভায় যানজট নির্মূল কমিটির নামে চলছে বেপরোয়া চাঁদাবাজি।কখনো রাজনৈতিক দলের আবার কখনো শ্রমিক সংঘটনের নাম ভাঙ্গীয়ে এসব চাঁদাবাজিতে অতিষ্ট যানবাহন চালকরা।এসব চাঁদা বাজির টাকা ভাগভাটোয়ারায় জড়িত রয়েছে শ্রমিক লীগের কথিত কয়েকজন নেতা।
টেকনাফ পৌরসভা অনেকটা যানজটের শহরে পরিনত হয়েছে।যানজটের কবলে পৌরবাসীর নাভীশ্বাস উঠেছে।এই যন্ত্রনা নিরসনে পৌরকর্তৃপক্ষ ও প্রশাসন হিমশিম খাচ্ছে দিব্বি।একদিকে পৌর মেয়র প্রশাসনের অসহযোগীতাকে যানজটের কারন হিসেবে দ্বায়ী করলেও প্রশাসনের পক্ষ থেকে সেই দাবীকে নাকচ করা হচ্ছে।কিন্তু মূল কারন লুকিয়ে রয়েছে ভিন্ন এক জায়গায়।অভিযোগ রয়েছে ট্রাফিকরা অবৈধ সুবিধা নিতে দেখেও না দেখার ভান করে থাকে।
অনুসন্ধানে জানা গেছে,ট্রাফিক পুলিশ যানজট নিরসনে ব্যর্থ হওয়াতে সাবেক এমপির সহযোগীতায় গেলো বছর
২০ অক্টোবর পৌরসভার পুরাতন বাস স্টেশন এলাকা থেকে শুধু মাত্র ব্যাটারি চালিত রিক্সা ব্যাতিত যাত্রীবাহী সকল প্রকার হালকা,মাঝারী ও ভারী যানবাহন পৌর বাস টার্মিনাল এলাকায় সরিয়ে নেয়া হয়।কিন্তু বাস্টর্মিনাল পৌরশহরের একপ্রান্তে হওয়াতে পরবর্তিতে জনস্বার্থে একটি করে সিএনজি,মাহিন্দ্রা সিডিউল অনুযায়ী পুরাতন বাস স্টেশন এলাকা থেকে যাত্রী বহন করে নেয়ার অনুমতি দেয়া হয়।সূত্র জানিয়েছে,শহরের অভ্যান্তরে সকল প্রকার যানবাহন প্রবেশ বন্ধ করে দেয়া হলে ব্যবসায়ীদের অনুরোধক্রমে বিষয়টি বিবেচনা করে রাত ১১টার পরে পন্যবাহী ট্রাক গুলো শহরের প্রবেশের অনুমতি দেয়া হয়েছিলো।প্র‍য়োজনের তুলনায় ট্রাফিক পুলিশ অপ্রতুল হওয়াতে তাদের সহায়তা করার জন্য পৌরকর্তৃপক্ষ দৈনিক ৩শ টাকা বেতন ভূক্ত ১০জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেয় ফলে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনে চলে আসে।নিয়োগের কয়েক দিনের মাথায় এসব স্বেচ্ছাসেবকরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ায় ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ার অভিযোগ উঠে আসে স্থানীয় ভাবে।শুরু হয় জন দূর্ভোগ।
যানবাহন চালক ও স্থানীয়দের মতে,পৌরসভার পুরাতন পল্লানপাড়া জালিয়া পাড়া ও ইসলামাবাদ এলাকার কয়েকজন কথিত শ্রমিক লীগ নেতাদের নেতৃত্বে পৌর যানজট মুক্ত কমিটির নামে অবৈধ রশিদ ছাপিয়ে প্রতি গাড়ীর পিছনে ১শ/২শ টাকা করে চাঁদা আদায় করে সেলিম ও রহমত নামের দুই ব্যক্তি শহরের অভ্যান্তরে প্রবেশের সুযোগ করে দিচ্ছে।চাঁদার টাকা যাচ্ছে জিয়াবুল ও ফরিদ নামের দুই ব্যক্তির পকেটে।চাঁদা আদায়েরএই বিষয়ে অভিযুক্ত কথিত শ্রমিক নেতা জিয়াবুলের কাছে জানতে চাওয়া হলে কথার প্যাচে স্বেচ্চাসেবকরা চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়ার কথা স্বীকার করলেও তবে তিনি নিজে জড়িত নন বলে দাবী করে উল্টো যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে শত্রুতার অভিযোগ তুলেন।এদিকে খোঁজ নিয়ে জানা গেছে যুবলীগের নেতাকর্মীদের সাথে তার রাজনৈতিক ভাবে কোন সম্পর্ক নেই।নাম প্রকাশ না করার শর্তে এক পরিবহন মালিক জানান,চাদাবাজির বিষয়টি স্থানীয় শীর্ষ এক আওয়ামীলীগ নেতাকে অবগত করা হলে জিয়াবুল ও ফরিদ আলম নামের দুই ব্যক্তি কে ডেকে শাসিয়ে ছিলেন এবং অভিযুক্ত স্বেচ্ছাসেবকদের দায়িত্ব থেকে প্রত্যাহার করার নির্দেশ দেন।অভিযোগ রয়েছে এসব কথিত শ্রমিক নেতারা সিএনজি মাহিন্দ্রা জীপ সহ বিভিন্ন যানবাহন থেকে দলীয় নাম ভাঙিয়ে চাঁদা আদায় করে থাকে।
এই বিষয়ে টেকনাফ মডেল থানার (ওসি) তদন্ত দোহা জানান, পরিবহন সেক্টরে যে কোন ধরনের নৈরাজ্য দমনে পুলিশ বদ্ধ পরিকর।এই ভাবে চাঁদাবাজি যদি সংঘটিত হলে তৎক্ষনাত প্রশাসনকে জানালে যে কোন ভাবেই পুলিশ তাদের আইনের আওতায় আনাহবে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments