বাড়িআলোকিত টেকনাফবিজিবির অভিযানে ৮ কোটি টাকার ইয়াবা উদ্ধার

বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় আট কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার (২৭ জানুয়ারি) রাতে টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপির আইয়ুবের জোড়াখাল এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল খান জানান, সোমবার রাতে তিনজন ইয়াবা পাচারকারীকে মিয়ানমারের লালদ্বীপ এলাকা সাঁতরে বাংলাদেশের স্থল সীমানায় উঠতে দেখে বিজিবির সন্দেহ হয়। এ সময় বিজিবি সদস্যরা ওই তিনজনকে চ্যালেঞ্জ করলে সঙ্গে থাকা তিনটি বস্তা ফেলে দিয়ে চোরাকারবারিরা রাতের আঁধারে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীকালে ফেলে যাওয়া ওই বস্তাগুলো থেকে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৮০ লাখ টাকা।

উদ্ধার হওয়া ইয়াবাগুলো পরবর্তীকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানিয়েছেন টেকনাফ বিজিবির এই কর্মকর্তা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments