বাড়িবাংলাদেশবুধবার আসছে জায়ানের মরদেহ

বুধবার আসছে জায়ানের মরদেহ

নিউজ ডেস্কঃ-

চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে জায়ানকে দাফন করা হবে বলে জানান হানিফ।

শ্রীলঙ্কায় রবিবারের বোমা হামলায় নিহত আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) লাশ বুধবার দেশে আনা হবে।

আজ সোমবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জায়ানের লাশ দেশে ফিরিয়ে আনার সব আনুষ্ঠানিকতা সোমবার সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই মঙ্গলবারের পরিবর্তে বুধবার তার লাশ দেশে আনা হবে।

জায়ানের লাশ বহনকারী বিমান এ দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখান থেকে লাশ সরাসরি বনানী ২ নম্বর সড়কের বাড়িতে নেয়া হবে।

পরে চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে জায়ানকে দাফন করা হবে বলে জানান হানিফ।

শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার ছেলে জায়ান। পরিবারের সাথে কলম্বোর একটি হোটেলে অবস্থানকালে বোমা বিস্ফোরণে সে মারা যায়।

এছাড়া বিস্ফোরণে জায়ানের বাবা মশিউল হক চৌধুরী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments