বাড়িআলোকিত টেকনাফমাকে বাঁচাতে হাতি শাবকের কান্না, গড়াগড়ি

মাকে বাঁচাতে হাতি শাবকের কান্না, গড়াগড়ি

কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁওর গহীন অরণ্যে মৃত মা-হাতির পাশে একটি হাতি শাবক বার বার শুয়ে পড়ছিল, গড়াগড়ি খাচ্ছিল এবং কাঁদছিল। মাকে উঠানোর জন্য বার বার এদিক-সেদিক দৌড়াদৌড়ি করেছিল শাবকটি। মায়ের কোনো সাড়া না পেয়ে চোখ-মুখ স্পর্শ করছিল বার বার।

শনিবার (০৪ জানুয়ারি) বিকালে ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের জঙ্গল খুটাখালী মৌজার কাইস্যার ঘোনা এলাকায় হৃদয়স্পর্শী এমন চিত্রটি দেখা যায়। খবর পেয়ে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, নিয়মিত টহল দল ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে যান।

ফুলছড়ি রেঞ্জের কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া বলেন, ‘রাজঘাট বিট কর্মকর্তার দেওয়া খবরে আমরা ঘটনাস্থলে যাই। বার্ধক্যজনিত কারণে মা-হাতির মৃত্যু হয়েছে বলে ধারণা করছি আমরা। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো পর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. তৌহিদুল ইসলাম, সদরের বিশেষ টহলের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে আসেন।’

স্থানীয়রা জানায়, মা-হাতিটি সকালেও চারদিকে ছোটাছুটি করছিল। এক সময় হাতিটি মাটিতে শুয়ে পড়ে। পাশে কাজ করা এক শ্রমিক হাতিটি শুয়ে আছে দেখে দূরে অবস্থান নেন। দীর্ঘক্ষণ নড়াচড়া না দেখে স্থানীয় রাজঘাট বিট কর্মকর্তাকে বিষয়টি জানান তিনি। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত হন হাতিটি মারা গেছে।

এলাকাবাসী জানায়, মা-হাতিটির দেহে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। তাদের ধারণা, কে বা কারা কয়েক দিন আগে মা-হাতিটিকে গুলি করেছিল। এরপর চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘মৃত হাতিটির দেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments