বাড়িআলোকিত টেকনাফসীমান্তে নভেম্বর মাসে সোয়া ৩৩ কোটি টাকার মাদক ও চোরাই পন্য আটক!

সীমান্তে নভেম্বর মাসে সোয়া ৩৩ কোটি টাকার মাদক ও চোরাই পন্য আটক!

খাঁন মাহমুদ আইউব,স্টাফ রিপোর্টারঃ-
কক্সবাজার’র টেকনাফ ২বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) গত নভেম্বর মাস জুড়ে সীমান্তের স্থল ও নৌ পথে অভিযান চালিয়ে ৩৩কোটি ১৬ লক্ষ ৮শ ৮০টাকার মাদক ও বিভিন্ন প্রকার চোরাচালান জব্দ করেছে।কিন্তু গেলো অক্টোবর মাসে প্রায় সাড়ে ২৪কোটি টাকার ইয়াবা জব্দ করা হলেও লাশের মিছিলের সাথে পাল্লা দিয়ে উদ্বেগজনক ভাবে নভেম্বরে এসে জব্দের পরিমান বেড়ে ৩১কোটি ২৮ লক্ষ টাকায় দাড়িঁয়েছে।
২ডিসেম্বর বিজিবি’র পক্ষ থেকে মাসিক প্রতিবেদনে মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এসব তথ্য নিশ্চিত করেছেন।গত নভেম্বর মাস জুড়ে ৩১কোটি ২৮লাখ ২৪হাজার ১শ টাকা মূল্যমানের ইয়াবা জব্দ করা হয়েছে।তৎমধ্যে মালিক সহ ৩২ হাজার ৭৮০ পিছ এবং মালিকবিহীন ১০লাখ ৯ হাজার ৯৬৭ পিছ।অক্টোবরের সূচক অনুযায়ী ৬ কোটি টাকা বেশী ইয়াবা জব্দ করা হয়েছে।এসংক্রান্ত ২৮টি মামলা ও আটক করা হয়েছে ২০ জন ব্যক্তিকে।অন্যান্য মাদকের মধ্যে ৩লক্ষ ৩৩হাজার টাকার ৬শ ৬২ ক্যান বিয়ার ও ১শ ২০বোতল বিদেশী মদ রয়েছে।এসংক্রান্ত ঘটনায় মামলা হয়েছে ৫টি।১কোটি ৮৪লক্ষ ৪৩হাজার ৭শ ৮০ টাকার বিভিন্ন প্রকার চোরাই পণ্য আটকের ঘটনায় মামলা হয়েছে ৪১টি।সীমান্ত অঞ্চলে কথিত বন্ধুক যুদ্ধে অব্যাহত ভাবে মাদক কারবারীদের হত্যার পরেও মাদক আমদানী হ্রাস না পাওয়ায় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments