আলোকিত টেকনাফকক্সবাজারসারাদেশ

অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে এমপি বদি

উখিয়া প্রতিনিধি:-যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকার গর্বিত এই বাংলাদেশ তাদেরই একজন উখিয়া উপজেলার মনখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় জনাব ছিদ্দিক আহমদ। উখিয়া উপজেলা যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব কামাল হোসাইন দূর্জয়ের পিতা প্রবীণ এই মুক্তিযোদ্ধা বেশ ক’বছর যাবৎ বার্ধক্যজনিত নানান রোগে শয্যাশায়ী।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে যাওয়া মানুষটি আজ বেঁচে থাকার সংগ্রাম করছে। রোগ ব্যাধি এবং জীবন-মৃত্যু এসব কিছু বিধাতার হাতে। তাই এসব নিয়ে আক্ষেপ না থাকলেও অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার যথার্থ মূল্যায়ণ হয়নি বলে যখন মহান এই মানুষটির কন্ঠে হতাশার বুলি ঠিক তখনই মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাতি পাওয়া উখিয়া-টেকনাফের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি ছুটে যান তাঁর কাছে। ২০১৭ সাল থেকে অদ্যাবদি নিয়মিত খোজ খবর রাখছেন তিনি। চেষ্টা করছেন এই বীর মুক্তিযোদ্ধাকে সার্বিক সহায়তার মাধ্যমে সুস্থ করে তু্লতে। এরই ধারাবাহিকতায় অতি সম্প্রতি আবারও খোজ খবর নিতে তাঁর অাবাসস্থলে গেলে তিনি অনেকটাই অাবেগাপ্লুত হয়ে পড়েন। বলেন, কেবল এমপি বদি-ই নিয়মিত তাঁর খোজ খবর রাখেন। একসময় দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করলেও দেশ এখন তাঁর খবর রাখেনা। এই বাস্তবতার মাঝেও এমপি বদি তাঁর খোজ খবর রাখায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের প্রতিটি এমপি যদি বদি’র মত করে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াতেন, খোজ খবর নিতেন তাহলে তাঁদের কষ্ট দূরীভূত হওয়ার পাশাপাশি অন্তরে পুঞ্জিভূত ক্ষোভেরও প্রশমন হত। এসময় তিনি জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি মহোদয়ের সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ করেন, উখিয়া-টেকনাফে নৌকার মাঝি হিসেবে এমপি বদিকে পুনরায় মনোনয় দিয়ে যেন অসহায় মানুষ ও মুক্তিযোদ্ধাদের পাশে থাকার সুযোগ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *