আলোকিত টেকনাফ

আগামী নির্বাচনে বদিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন- ওবায়দুল কাদের

আলোকিত টেকনাফ অনলাইন ডেস্কঃ কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফে) আসনে আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির কোনো বিকল্প নেই বলে ঘোষণা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে বদিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ সোমবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শণ শেষে উখিয়ার কোটবাজারে এক পথসভায় ওবায়দুল কাদের এই ঘোষণা দেন।উখিয়া কোর্ট বাজার স্টেশনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় ওবায়দুল কাদের আরো বলেন, ‘বদি গরীবের বন্ধু, বদির কোনো বিকল্প নেই।’

সংসদ সদস্য বদির প্রশংসা করে তিনি আরো বলেন, ‘উখিয়া টেকনাফের উন্নয়নের জন্য বদি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত উখিয়া-টেকনাফের স্থানীয় জনগণের জন্য বদির দাবির পরিপ্রেক্ষিতে নানা সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে।’

এসময় ওবায়দুল কাদের পথসভায় উপস্থিত জনগণের কাছে বদি নেতা-কর্মীদের খবর নেন কিনা জানতে চান।

কাদেরের প্রশ্নের জবাবে নেতা-কর্মীরা সমস্বরে বদির পক্ষে সাক্ষ্য দেন।সাক্ষ্য নেওয়ার পর ওবায়দুল কাদের বলেন, ‘বদি সবসময় সংসদে আপনাদের কথা বলেন। আগামীতে বদিকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জয়ী করতে হবে।’

এসময় আরো বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজারে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাইমুম সরোয়ার কমল, জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল প্রমুখ। পরিবর্তন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *