Fri. May 29th, 2020

আলোকিত টেকনাফ

বিশ্বজুড়ে টেকনাফের প্রতিচ্ছবি

আজ বাদে আছর শারজাহ ‘আল নামাত টাইপিং সেন্টারের’ আলোচনা সভা ও ইফতার মাহফিল!

1 min read
তাহের নঈম।
আজ (২৪ মে) জুমাবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, আবু শাগারাহ মেগা শপিংমল সংলগ্ন ‘আল নামাত টাইপিং সেন্টার’র উদ্যোগে বাদে আছর,পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হবে।আল নামাত টাইপিং সেন্টারের নিজস্ব হলরুমে অনুষ্টিতব্য ইফতার মাহফিলে এশিয়া উপমহাদেশের ঐতিহাসিক ইসলামিক বিদ্যাপিট আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক শায়খুল হাদীস আল্লামা শাহ আব্দুল হালিম বোখারী সাহেব (মু.জি) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ,আজমান,আবুধাবী,দুবাই সহ বিভিন্ন এলাকার প্রবাসী গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে সম্মতি জানিয়েছেন প্রতিষ্টানের ম্যানেজিং ডিরেক্টর জাফর আলম।তিনি আরব আমিরাতে অবস্থানরত সকল প্রবাসী মুসলিম ভাইদের এই মহতি ধর্মীয় সভায় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।এবং মাহফিলের সফলতা কামনা করে সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য দিন
error: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।