ইয়াবাসহ টেকনাফের জসিম ও জমির আটক

নিজস্ব প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে তিন হাজার পিছ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা শাখা।

গ্রেফতারকৃতরা হলো, টেকনাফ উপজেলার লেদা নতুন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের মো: সিরাজের ছেলে জসিম উদ্দিন ও একই উপজেলার হৃীলা এলাকার আফলাতুন এর ছেলে জমির আহমেদ।

আজ বৃহস্পতিবার (২আগষ্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণঅধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা শাখার পরিচালক শওকত ইসলাম। তিনি বলেন, গ্রেফতারকৃতরা বিক্রির জন্য ইয়াবাগুরো নিয়ে নগরীতে এসেছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *