বাড়িআলোকিত টেকনাফইয়াবা পাচার: রোহিঙ্গা যুবকের ৯ বছর কারাদণ্ড

ইয়াবা পাচার: রোহিঙ্গা যুবকের ৯ বছর কারাদণ্ড

||আলোকিত টেকনাফ ডেস্ক||

ইয়াবা পাচারের দায়ে মোহাম্মদ সালাম (২৫) নামে মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত।

সোমবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এ আদেশ দেন।

এ সময় ওই রোহিঙ্গা নাগরিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। যা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।দণ্ডপ্রাপ্ত সালাম মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার রেজুরবীল এলাকার নুর আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে কক্সবাজারের টেকনাফ উপজেলা সদরের নাফনদীর একটি পয়েন্ট থেকে ৩০ হাজার ইয়াবাসহ সালামকে আটক করে বিজিবি। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেছেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল হাসেম জানান, ইয়াবা প্রতিরোধে এসব মামলায় যারা জড়িত আছে তাদের দ্রুত সাজা দেওয়া হোক। তা না হলে ইয়াবা নির্মূল করা সম্ভব নয়। এ রায় ইয়াবার বিরুদ্ধে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments