ইয়াবা বিক্রির সময় কারাক্ষীসহ ৪ জন আটক
।। আলোকিত নিউজ ডেস্ক ।।
টাঙ্গাইলে ৩৫০ পিস ইয়াবাসহ আব্দুল জলিল নামে কারারক্ষীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ডিস্ট্রিক গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। জলিল ঘাটাইল উপজেলার ছলিম উদ্দিনের ছেলে।
শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে টাঙ্গাইল থানার ওসি সায়েদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কারারক্ষী আব্দুল জলিল কয়েদিসহ বাইরে বিভিন্নজনের কাছে ইয়াবা বিক্রি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ডিস্ট্রিক গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার পকেট থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার রাতে শহরের কান্দাপাড়ার যৌনপল্লী থেকে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
এরা হলেন, দেলদুয়ার উপজেলার কুপাখী পূর্বপাড়া এলাকার মৃত লেবু মিয়ার ছেলে খাইরুজ্জামান (৩৮), মির্জাপুর উপজেলার পাকুল্লা এলাকার মৃত মোস্তাক মিয়ার ছেলে বোরহান মিয়া (২৬) এবং বাগেরহাটের মোংলা বন্দর এলাকার মৃত ইব্রাহিমের মেয়ে নদী খাতুন (২৪)।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।