কক্সবাজার

উখিয়া প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক মুকুল

উখিয়া প্রতিনিধি ::
সকল জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে উখিয়া প্রেসক্লাব নির্বাচন সুষ্টু ভাবে সম্পন্ন হয়েছে। ২৮ এপ্রিল শনিবার উৎসবমুখর পরিবেশে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা অবধি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উখিয়া প্রেসক্লাব সভাপতি নির্বাচিত হয়েছেন সরওয়ার আলম শাহীন (১৪ভোট ) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুর রহিম পেয়েছেন (১২ ভোট)। ১৬ ভোট পেয়ে সহ – সভাপতি নির্বাচিত আমানুল হক বাবুল তার প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ সিকদার পেয়েছেন ১১ ভোট। ২০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কমরুদ্দিন মুকুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হুমায়ুন কবির জুশান। সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ এইচ সেলিম উল্লাহ । অন্য নির্বাচিতরা হলেন অর্থ সম্পাদক আমিনুল হক আমিন (১৫ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : সোলতান মাহমুদ চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতা), দপ্তর সম্পাদক হুমায়ুন কবির বাচ্চু ( বিনা প্রতিদ্বন্দ্বিতা)। সদস্য নির্বাচিত হয়েছেন আবদুল আজিজ (২১ ভোট ) , রফিক উদ্দিন বাবুল ( ১৭ ভোট ), দীপন বিশ্বাস (১৬ ভোট ) , সাইফুর রহিম শাহীন ( ১৫ ভোট)।

নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাদের প্রতি আস্তা রাখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *