শাহজাহান চৌধুরী শাহীন, নিউজ কক্সবাজার :
সারাদেশে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহ পালনের অংশ হিসেবে কক্সবাজার ট্রাফিক বিভাগের উদ্যোগে পর্যটন নগরী কক্সবাজারেও ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকাল ১১টায় কলাতলি সুগন্ধা মোড় থেকে একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের কলাতলীস্থ সুগন্ধা মোড়ে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন ।
ট্রাফিক সপ্তাহ উদ্বোধনকালে পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন বলেন, এই ট্রাফিক সপ্তাহের মাধ্যমে সবাইকে রাস্তায় চলাচলে সচেতন হওয়ার আহ্বান জানচ্ছি। তিনি বলেন, রাস্তায় চালক, যাত্রী, পথচারী সবাইকেই আইন মেনে চলতে হবে। তা না হলে সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কমানো যাবে না।
তিনি সড়ক-মহাসড়কে যানজট ও ট্রাফিক অব্যবস্থাপনার ব্যাখ্যা দিয়ে বলেন, এক্ষেত্রে চালকদের ট্রাফিক সংক্রান্ত জ্ঞানের অভাব, যথাযথ পরিবেশের অভাব, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এবং এনফোর্সমেন্টের অভাব।
তিনি ট্রাফিক নিয়ন্ত্রনে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ট্রাফিক সপ্তাহ চলাকালে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও যানবাহনের কাগজপত্র যাচাইকালে পথচারী ও চালকদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।
তিনি আরো বলেন, চালকরা যদি গাড়ি চালনা প্রশিক্ষণ ভালোভাবে নিয়ে ট্রাফিক আইন মেনে গাড়ি চালায় তাহলে দুর্ঘটনার শিকার হতে হবে না। এজন্য সবাইকে সচেতন হতে হবে।
কক্সবাজার জেলা ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিকের সঞ্চালনায় ও কক্সবাজার ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশরাফুল আফসার, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত পৌরসভা মেয়র মুজিবুর রহমান।
ট্রাফিক সপ্তাহ উদ্বোধন শেষে পুলিশ সদস্যরা বিভিন্ন যানবাহন’র বৈধতা, মেয়াদ, ফিটনেস, চালকের লাইসেন্স যাচাই-বাছাই পূর্বক ত্রুটিপূর্ণ যানবাহনের জরিমানা, মামলা এবং ত্রুটিবিহীন যানবাহন চালকদের শুভেচ্ছা জানানো হয়।
এ ট্রাফিক সপ্তাহ আগামী ১১ আগস্ট পর্যন্ত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্স সহ নানা কাগজপত্র ও এসবের মেয়াদ যাচাই-বাছাইয়ের বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ।
এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশকে হটিয়ে শিক্ষার্থীরা গাড়ির কাগজপত্র যাচাই ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করে। ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ায় শিক্ষার্থীদের সুশৃংখল ‘নিরাপদ সড়ক’ আন্দোলনকে সর্বমহলের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়।