সমকাল
কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া সৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শুক্রবার বিকেল ৫টায় জোয়ারে এটি ভেসে আসে। ডলফিনটি স্পিনার প্রজাতির।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, স্ত্রী ডলফিনটির দৈর্ঘ্য ৮ ফুট; ওজন ৯৫ কেজি। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটির পেটে কোনো খাবার ছিল না। ধারণা করা হচ্ছে, বয়সের কারণে ডলফিনটি মারা গেছে। ময়নাতদন্ত শেষে এটিকে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসে সৈকতে দফায় দফায় কয়েকটি মৃত ডলফিন ও কাছিম ভেসে আসে।