কক্সবাজার

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইনের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ দ্বারা পরিচালিত ‘‘মুট কোর্ট ক্লাব’’ এর উদ্যোগে ৩০ এপ্রিল সম্পন্ন হয়েছে “ক্যারিয়ার-ইন-ল” সম্পর্কিত কর্মশালা।
কর্মশালায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী।
এতে সভাপতিত্ব করেন– “মুট কোট ক্লব” এর উপদেষ্টা, নিল্স প্রেসিডেন্ট ও আইন বিভাগের প্রভাষক নাসরিন সুলতানা।
কী-নোট স্পীকার হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহকারী অধ্যাপক সাঈদ আহ্সান খালিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইন অনুষদের কো-অর্ডিনেটর রাজিদুর রহমান, প্রভাষক সাদিয়া খানম, প্রভাষক জান্নাতুল কেয়া।
কর্মশালায় আইন অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
এতে আইন ক্যারিয়ার সর্ম্পকিত অনেক তথ্য সমৃদ্ধ আলোচনার পাশাপাশি আইনের শিক্ষার্থী হিসেবে বিভিন্ন পেশায় যোগদানের সুযোগ, উপায় এবং পূর্বশর্ত, ভবিষ্যত কর্মকান্ড, শিক্ষার্থীদের নেতৃত্বস্থান দখল সংকল্পে, বিভিন্ন বিষয়ের বাস্তবিক চিত্র সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন ওয়ার্কসপের কী নোট স্পীকার সাঈদ আহ্সান খালিদ।
শিক্ষণীয় ওয়ার্কসপ শেষে কী নোট স্পীকার সাঈদ আহ্সান খালিদকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে উক্ত কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিকে, মনোমুগ্ধকর পরিবেশ ও শিক্ষার অগ্রযাত্রার মানবৃদ্ধির মাইলফলক কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে একদিকে এই বিশ্ববিদ্যালয়টি যেমন প্রসারিত করছে কক্সবাজারের উন্নয়নমূলক যাত্রাকে তেমনি অন্যদিকে শিক্ষার মানদন্ডকে শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছে দিচ্ছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও মাঠ কর্মকান্ড উল্লেখযোগ্য। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *