কক্সবাজার ঈদগড়-ঈদগাঁও সড়কে ভাঙ্গন : যানবাহন চলাচলে দেখা দিয়েছে ঝুঁকিপূর্ণতা!

কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক

সড়কে মারাত্মক ভাঙ্গন দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এখনই সংস্কারের উদ্যোগ না নিলে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এমনই মন্তব্য করেন সর্বসাধারণ বৃন্দ।

উল্লেখ্য, ইতিপূর্বে সড়কের ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকার আলোচিত সেই মাদার ট্রি (গর্জন গাছস্থ) ঐ জায়গাটিতে সড়কের এই ভাঙন সৃষ্টি হয়েছে।

দৃশ্যমান, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে এই বড় ধরনের ভাঙ্গন সৃষ্টি হয় সড়কটিতে। যার ফলে, প্রতিনিয়ত সড়কে সকল ধরনের যানবাহন চলাচলে দেখা দিয়েছে চরম ঝুঁকিপূর্ণতা। দ্রুত এটি মেরামত না করলে পুরো রাস্তা ধ্বসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

এই ব্যাপারে সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ ও ড্রাইভাররা সংস্কারকল্পে স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *