কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট আহমদ হোসেনের মৃত্যুতে এমপি বদির শোক !
বার্তা পরিবেশকঃ
কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ কে আহামদ হোসেন (৭৮) ইন্তেকাল করেছেন ইন্নলিল্লাহি-রাজেউন, ৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮.৫০মিনিটে কক্সবাজার শহরের আল ফুয়াদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুম আহমদ হোসেনের মৃতদেহ শহরের রুমালিয়ার ছরা হাসেমিয়া মাদ্রসা সংলগ্ন ব্রীজের নিকস্থ বাসাতে রাখা হয়েছে। আহামদ হোসেন দীর্ঘ দিন যাবৎ অসুস্থ ছিলেন। এডভোকেট এ কে আহামদ হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান (বদি) তিনি শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে বলেন,কক্সবাজার জেলা একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও জনসেবককে হারালেন। বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।