কক্সবাজার

কক্সবাজার শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান : মাংস বিক্রেতাকে অর্থ দন্ড

স্টাফ করেসপনডেন্ট:-

পবিত্র রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ৩০ মে বুধবার কক্সবাজার শহরের বাহারছড়া এবং বড় বাজার এলাকা ভ্রাম্যমান আদালতে অভিযান চালানো হয়েছে। এ সময় গরুর মাংসের মূল্য তালিকা প্রদর্শণ না করা এবং দাম নির্ধারিত মূল্যের বেশী রাখায় ৬ জন মাংসের দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নের্তৃত্ব দেন, কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম (জয়)।

এছাড়া বিভিন্ন ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয় এবং অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত ফল বিক্রি না করার জন্য নির্দেশ প্রদান ও সতর্ক করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের পেশকার মো. জসীম, জেলা মার্কেটিং অফিসার মো. শাহজাহান এবং ১৫ আনসার ব্যাটেলিয়ন টীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *