কক্সবাজার সদরের বাংলাবাজারে টিসিবি কর্তৃক ন্যায্য মূল্যে খাদ্য পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন
শাহজাহান চৌধুরী শাহীন :
কক্সবাজার সদরের বাংলাবাজারে (টিসিবি) কর্তৃক ন্যায্য মূল্যে খাদ্য পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ১৬ মে সকাল ১০টায় টিসিবির কেন্দ্রটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
বাংলাবাজারে ডিলার মেসার্স কাদের এন্টার প্রাইজে আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ২০১৭-২০১৮ অর্থ বছরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক সর্বসাধারণের নিকট ন্যায্য মূল্যে খাদ্য পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন অনুষ্টানে বিপুল পরিমাণ ক্রেতার সমাগম ঘটে।
পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ও বাংলাবাজারের প্রতিষ্ঠাত আলহাজ্ব মনিরুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন প্রিন্স, ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান ও ডিলার আলহাজ্ব আব্দুল কাদের খাঁন। এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।অতিথিদের হাতে ন্যায্য মূল্যে পণ্য সর্বসাধারনের মাঝে বিক্রয় করে উদ্বোধন করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, পিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক নিকটতম প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থী এম.দেলোয়ার হোসেন।