টেকনাফের নাফনদী থেকে রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার
নিউজ ডেস্ক:-
টেকনাফের হোয়াইক্যংয়ের নাফনদী থেকে মোহাম্মদ রশিদ (৩০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে হোয়াইক্যং পুটিবনিয়া রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের আলী আহমদের ছেলে। রোববার রাত ১১টার দিকে হোয়াইক্যং ঝিমংখালীর নাফনদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রোববার সন্ধ্যা ডিঙ্গি নৌকায় নিয়ে নাফনদীতে মাছ ধরতে যায় রশিদ। তবে তিনি মৃগি আগে থেকে রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, এ রোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে। খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া বলেন, মৃক্রি রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । তার শরীরের কোথাও কোনো ধরনের আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।