টেকনাফের মৌলভী জহিরসহ ৬ মাদক ব্যবসায়ী ২ লাখ ইয়াবা নিয়ে ঢাকায় গ্রেফতার
আলোকিত টেকনাফ.কম ডেস্কঃ-
পুলিশের খাতায় টেকনাফের অন্যতম মাদক ব্যবসায়ী মৌলভী জহির অাহম্মেদসহ ৬ মাদক ব্যবসায়ীকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের এলিটফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার দিনগত রাতে রাজধানীর এ্যালিফ্যান্ট রোড এলাকা থেকে র্যাব-২ ব্যাটালিয়নের একটি দল তাদের গ্রেফতার করে।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়।
এসময় র্যাব জানায়, এই চক্রের প্রধান জহির আহমেদ ওরফে মৌলভী জহির। বাকিরাও তার পরিবারের সদস্য ও স্বজন।
তারা টেকনাফ থেকে ফ্যান, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ইলেকট্রনিকস সরঞ্জামের ভেতরে করে ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসতো। কখনো কখনো ইয়াবা পরিবহনের জন্য কুরিয়ার সার্ভিসও ব্যবহার করতো তারা। এছাড়া টেকনাফে মিয়ানমারের নাগরিক বর্মা আলমের কাছ থেকে ইয়াবা চালান সংগ্রহ করতো।
র্যাব জানায়, জহির আহমেদের স্ত্রী কন্যাও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। জহির আহমেদের বড় ছেলে বাবু ইয়াবাসহ গ্রেফতারের পর বর্তমানে কারাগারে রয়েছে।