টেকনাফে ইয়াবাসহ দুই চোরাকারবারি আটক
টেকনাফ প্রতিনিধি- কক্সবাজারের টেকনাফে দুই হাজার পিস ইয়াবাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে টেকনাফের নতুন পল্লানপাড়া থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার আবদুল গফুরের ছেলে আবদুর রহমান (২৪) ও একই এলাকার মৃত বুদুরুস মিয়ার ছেলে রেজাউল করিম (২৫)।
বিষয়টি নিশ্চত করেছেন টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া। তিনি বলেন, রোববার রাতে টেকনাফের নতুন পল্লানপাড়ায় একটি ইয়াবার চালান পাচার হচ্ছে এমন তথ্য পেয়ে থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।ওসি বলেন, এ ঘটনায় ইয়াবাসহ আটককৃতদের নাম এজাহারভুক্ত করে এবং টেকনাফের নাইট্যংপাড়ার মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. ইউনুছ ও একই এলাকার রশিদ আহমদের ছেলে মো. ফারুককে পলাতক দেখিয়ে একটি মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের কক্সবাজার কারাগারে পাঠানো হবে।