টেকনাফে কোস্টর্গাড কর্তৃক ৪টি স্বর্ণের বার জব্দ
টেকনাফ প্রতিনিধি :-
কক্সবাজারের টেকনাফে কোস্টর্গাড কর্তৃক ৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ প্রেস বিজ্ঞপ্তী সূত্রে জানান, গত মঙ্গলবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড চট্রগ্রাম পূর্ব জোনের অধীনস্থ সিজি টেকনাফ স্টেশনের একদল সদস্য টেকনাফ সদরের কেরুনতলী এলাকায় একজন সন্দেহ ভাজন ব্যাক্তিকে থামানোর সংকেত দিলে সে না থেমে রুমালে মুড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে কোষ্ট গার্ড সদস্যরা ফেলে যাওয়া প্যাকেটটি উদ্ধার করে ৬৬০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৭ লাখ ১৬ হাজার ৯৮০ টাকা বলে জানায়। জব্দকৃত স্বর্ণের বার সমূহ শুল্ক ষ্টেশনে হস্তান্তর করা হয় হবে বলে জানিয়েছেন।
তিনি আরও জানান, কোষ্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকায় আইন শৃংখলা, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত রয়েছে।