টেকনাফে দেশীয় অস্ত্র ইয়াবা ও কিরিচসহ ৩ নারী-পুরুষ আটক
আবদুল করিম. স্পেশাল করেসপনডেন্ট :
টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, কিরিচ ও ইয়াবাসহ ৩জন নারী-পুরুষকে আটক করেছে।
জানা যায়, ৪ আগষ্ঠ ভোররাত সোয়া ২টায় র্যাব-৭, টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব মাদক বিক্রয় ও নাশকতার গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ অভিযানিক দল নিয়ে উপজেলার পশ্চিম লেদার আবুল খায়েরের বাড়িতে অভিযানে যন।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতার সহায়তায় টেকনাফ পুরান পল্লান পাড়ার সৈয়দুর রহমান প্রকাশ কালুর ছেলে মোঃ হারুন রশিদ (২৪) কে দেশীয় অস্ত্র ওয়ান শুটারগান, পশ্চিম লেদার আবুল খায়েরের ছেলে মোঃ মিজানুর রহমান (১৯) কে কিরিচ ও কামরুন্নাহার (২১) কে আটক করে।
তাদের দেহ তল্লাশী করে ১ হাজার ৬শ ৭৫ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য দখল ও হেফাজতে অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্রাদি ও মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।