আলোকিত টেকনাফ

টেকনাফে নাফ নদী থেকে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার

আলোকিত টেকনাফ ডেস্কঃ-

কক্সবাজারের টেকনাফ নাফ নদী থেকে নিখোঁজ আলী আকবর (৪৫) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সে টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে বলে জানায়। সে প্রতিবন্ধি ছিল বলে জানা গেছে।
১১ জুলাই বুধবার দুপুরে টেকনাফের নাফনদীর এক নং সুইচ গেট এলাকা থেকে এই লাশটি উদ্ধার করা হয়। এ সময় থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে লাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে।

গত মঙ্গলবার নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁঁজ হয়ে যায়। পরে তার আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজে করে কোন সন্ধান পায়নি। বুধবারও খোঁজাখুজির এক পর্যায়ে দুপুরে নাফনদীর তীরে তার লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, নাফ নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার লাশটি একজন প্রতিবন্ধি জেলে বলে সনাক্ত করে তার পরিবার। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে লাশটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *