বাড়িআলোকিত টেকনাফটেকনাফে পাহাড় কাটা অব্যাহত (ভিডিও)

টেকনাফে পাহাড় কাটা অব্যাহত (ভিডিও)

জাফর আলম, টেকনাফ  (কক্সবাজার ):

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া শামলাপুর ঢালার মুখের পাহাড় কাটায় মেতে উঠেছেন একদল ভুমিদস্যু। কক্সবাজারের টেকনাফের বাহার ছড়া শামলাপুর ঢালার মুখের পাহাড় গুলো কয়েক শতাব্দীর ঐতিহ্য।

উখিয়ার মনখালী, ছেপট খালী, টেকনাফ বাহার ছড়ার শামলাপুর ঢালার মুখ, শিলখালী, জাহাজপুরা পাহাড় কাটা এখন নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্যেই চলছে পাহাড় নিধন।

কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় পাহাড়ি অঞ্চল হিসেবে খ্যাত শামলাপুর ঢালার মুখে পাহাড় কাটা অব্যাহত রয়েছে।

কখনো গভীর রাতে আবার ভোরের সূর্য উদয় হওয়ার আগে আবার কখনো দুপুর কিংবা বিকাল বেলা প্রকাশ্যে এমন কর্মকান্ড চলে আসছে।

প্রভাবশালীদের ভয়ে পাহাড় কাটার প্রতিবাদ করতে পারছেন না বলে জানিয়েছেন একাধিক সচেতন নাগরিক।

সুলতান আহমদ প্রকাশ কালু (৫০) শামলাপুর ঢালার মুখে একটি পাহাড় কেটে বিলীন করেছেন। এছাড়াও আরও কয়েকজন বসতি গড়ার জন্য পাহাড় কাটছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান,পাহাড় কাটা গুরুতর অপরাধ। জেনেও তা অব্যাহত রেখেছে ভুমিদস্যুরা। এভাবে পাহাড় কাটতে থাকলে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে বলে জানান তারা।

এ ব্যাপারে কক্সবাজার দক্ষিন বনবিভাগের মনখালী বিট কর্মকর্তা ও শামলাপুর বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম পাহাড় কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments