আলোকিত টেকনাফ রিপোর্ট
মাদকবিরোধী অভিযান চালিয়ে টেকনাফে ৪০ হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
শুক্রবার (৮ জানুয়ারি) রাত ১২ টার দিকে একটি বিশেষ টিম টেকনাফ থানা এলাকার সাবরাং ইউনিয়নের ডেইলপাড়ায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানে টেকনাফের হোয়াইক্যং কাঞ্চন পড়া এলাকার মোঃ জাকারিয়ার ছেলে নুরুল ইসলাম (৩০), টেকনাফ পৌরসভার খাংকার ডেইল এলাকার মৃত মোঃ শাব্বির আহমেদ এর ছেলে জামাল হোসেন (৩৫) কে আটক করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।