নিজস্ব প্রতিনিধিঃ-
টেকনাফে বিজিবি জওয়ানেরা যানবাহন হতে পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে। জানা যায়, ৫ সেপ্টেম্বর দুপুর আড়াই টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত নায়েক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে দায়িত্বরত টহল দল কক্সবাজারগামী গামী মাসুদ পরিবহন (কক্সবাজার-জ-১১-০১৯৩) তল্লাশী চালিয়ে সীটের নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০হাজার ২২পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। ৩০লক্ষ ৬হাজার ৬শ টাকা। জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।