বাড়িআলোকিত টেকনাফটেকনাফে বিজিবি’র অভিযানে ৬০ হাজার পিছ ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবি’র অভিযানে ৬০ হাজার পিছ ইয়াবা উদ্ধার

শাহ্‌ মুহাম্মদ রুবেল, আলোকিত টেকনাফ.কমঃ-

কক্সবাজারের টেকনাফে ২ বিজিবি’র অভিযানে জালিয়াপাড়া স্লুইচ গেইট এলাকা হতে ৬০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার মুল্য ১ কোটি ৮০ লাখ টাকা। ২৯ আগস্ট ভোর রাতে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ জালিয়াপাড়া এলাকায় গত ২৮ আগস্ট রাতে টহলে যান।

পরবর্তীতে ২৯ আগস্ট ভোর রাতে টহলদল ৪ (চার) জন লোককে ১ টি বস্তাসহ জালিয়াপাড়া স্লুইচ গেইট বরাবর নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসতে দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করে।

২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী  জানান, আকস্মিক বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তাটি ফেলে নদীতে লাফ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।

পরবর্তীতে টহল দল পাচারকারীদের কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি তল্লাশী করে এক কোটি আশি লক্ষ টাকা মূল্যমানের ৬০হাজার পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments