টেকনাফে বিজিবি’র অভিযানে ১০ ভরি স্বর্ণ উদ্ধার
প্রেস বিজ্ঞপ্তিঃ-
টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস হোয়াইক্যং চেকপোষ্টে আসলে সিগন্যাল দিয়ে থামায় দায়িত্বরত বিজিবি সদস্যরা। বাসটি তল্লাশী করে বাসের সর্বশেষ সীটের পিছনে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগের ভেতর হতে ০১ টি স্বর্ণের বার/বিস্কুট পাওয়া যায়। উল্লেখিত সীটে অবস্থানকারী কোন যাত্রী না থাকায় উপস্থিত অন্যান্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে কেউ উক্ত স্বর্ণ বার/বিস্কুট এর মালিকানা স্বীকার না করায় ৪,৩৬,৬০০ টাকা মূল্যমানের ১০ ভরি ১৪ আনা ০৪ রতি ওজনের ০১ টি স্বর্ণের বার জব্দ করা হয়। পরিত্যক্ত অবস্থায় জব্দকৃত স্বর্ণের বারটি হৃীলা শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিচ্ছিত করেছেন শরীফুল অতিরিক্ত পরিচালক ইসলাম জোমাদ্দার ।