প্রেস রিলিজঃ-
র্যাব-৭, টেকনাফ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মৌলভীপাড়া টেকনাফ সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড জনৈক মোঃ রাসেল এর বসতবাড়ীতে কতিপয় মাদক ব্যাবসয়ী মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৭, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ মির্জা শাহেদ মাহতাব এর নেতৃত্বে ২৭/০৮/২০১৮ ইং তারিখ ১৭.৫০ ঘটিকার সময় বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। আফিয়া বেগম (২২), স্বামী-মোঃ রাসেল, গ্রাম মৌলভীপাড়া, টেকনাফ সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড , থানা টেকনাফ, জেলা-কক্সবাজারকে হাতেনাতে ধৃত করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীর স্বামী মোঃ রাসেল (৩১) পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর বসতঘড় তল্লাশী করে ৭৪২ (সাতশত বেয়াল্লিশ) পিস ইয়াবা টেবলেট এবং ০৩ টি বিয়ার ক্যান এবং মাদক বিক্রয়ের নগদ ৫২,২০০ (বায়ান্ন হাজার দুইশত) টাকা মাত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য (৭৪২ ৫০০) = ৩,৭১,০০০/- (তিন লক্ষ একাত্তর হাজার ) এবং বিয়ার ক্যান এর মূল্য (০৩৮০০)=২,৪০০ (দুই হাজার চারশত) মাদক দ্রব্যের সর্বমোট মূল্য=(৩,৭১,০০০+২,৪০০)= ৩,৭৩,৪০০ (তিন লক্ষ তিয়াত্তর হাজার চারশত) টাকা মাত্র।
গ্রেফতারকৃত আসামী অবৈধ ভাবে মাদক জাতীয় দ্রব্য (ইয়াবা/বিয়ার) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ১৯৯০ (সংশোধনী/০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ)/২২(গ)/২৫ ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।