টেকনাফে র্যাবের অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক ১
আলোকিত টেকনাফ ডটকম ডেস্কঃ
টেকনাফ বাস টার্মিনালে ট্রাকে ফিটিং করে পাচারের প্রস্তুতকালে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৪০হাজার ইয়াবাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে। এসময় ট্রাকটি জব্দ করা হয়েছে।
জানা যায়, গত ১৭ এপ্রিল সন্ধ্যা পৌনে ৭টারদিকে র্যাব-৭,কক্সবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে টেকনাফ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইসমাইলের গুদাম ও দোকানের সামনে দাড়ানো একটি ট্রাক (চট্রমেট্রো-ট-১১-০৯৬৫) এর কেবিনে তল্লাশী করে পাচারের জন্য অভিনব কায়দায় ফিটিং করা ১ কোটি ৬০লক্ষ টাকা মূল্যমানের ৪০হাজার পিস ইয়াবা বড়িসহ নতুন পল্লান পাড়ার আজিম উল্লাহর পুত্র মোঃ ইসমাঈল (২৬) কে আটক করে। এসময় ট্রাকটিও জব্দ করা হয়। উদ্ধারকরা মাদক ও জব্দকৃত ট্রাকসহ ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।