আলোকিত টেকনাফ

টেকনাফে র‍্যাবের সাথে বন্দুকযোদ্ধে ৬ হাজার পিচ ইয়াবা ও ২ টি বন্দুক ও গুলিবিদ্ধসহ আটক-২

টেকনাফ প্রতিনিধি :-
কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে ইয়াবা ব্যবসায়ীদের বন্দুকযোদ্ধে ৬ হাজার পিচ ইয়াবা ও ২ টি বন্দুক ও গুলিবিদ্ধ সহ দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হল, হ্নীলা ইউনিয়নের ৭ ওয়ার্ডের আলীখালী এলাকার ফরিদুল আলমের ছেলে  গুলিবিদ্ধ  মো. মুস্তাক (৩০) ও  একি এলাকার মৃত নুর মোহামদের ছেলে নুরুল আমিন ফাহিম (২৫)। আটক ফাহিম  হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক।
কক্সবাজার র্যাব ক্যাম্পের ইনচাজ মেজর রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩১ মে বিকালে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা দিয়ে ইয়াবা পাচারের খবরে একদল র্যাব সেখানে ছুটে গেলে ইয়াবা পাচারকারীরা র্যাব লক্ষ্য করে গুলি বষন করলে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ৬ হাজার পিচ ইয়াবা ও ২ টি বন্দুকসহ তাদের আটক করা হয় ।  আটকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচেছ বলে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *