টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা বড়ি, ওয়াকি টকি, নগদ টাকা ও নারীসহ আটক-৩
নিজস্ব প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা বড়ি, দুইটি ওয়াকি টকি, মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা ও নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, টেকনাফ পৌরসভার দক্ষিন জালিয়া পাড়া এলাকার মো: আলমের স্ত্রী খসমী আক্তার (২৫), খানকার পাড়া এলাকার বুদরুচ মিয়ার ছেলে জিয়াবুল করিম(১৯) ও টেকনাফ সদরের বড় হাবির পাড়া এলাকার মো: বশিরের মেয়ে বেবী আক্তার(২০)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিকে তারই নিদের্শে পরিদর্শক (তদন্ত) এস এম আতিক উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ পৌরসভার দক্ষিন জালিয়া পাড়া এলাকায় তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মো: আলমের বাড়ীতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা বড়ি, দুইটি ওয়াকি টকি, ইয়াবা বিক্রির নগদ ৩৮ হাজার টাকা, দুই নারীসহ তাদের আটক করা হয়েছে। জব্দকৃৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
(ওসি) রণজিৎ কুমার বড়ুয়া আরও বলেন, ইয়াবা ও আটকদেরসহ বাড়ীর মালিক ইয়াবা ব্যবসায়ী মো: আলমকে পলাতক আসামী করে থানায় মাদক আইনে মামলা রুজু করা হবে।