টেকনাফে ৬০ হাজার পিস পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে বিজিবি
Reporter Name
Update Time :
বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
১৩৮
Time View
সংবাদদাতা:
টেকনাফে৬০ হাজার পিস পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, ২৯ আগষ্ট ভোররাতে টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল হ্নীলা জালিয়াপাড়ায় ৪ জন লোক ১টি বস্তাসহ সুইচ গেইট অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করামাত্র চ্যালেঞ্জ করে। আকস্মিক বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে নদীতে লাফ দিয়ে সাতার কেটে ওপারে চলে যায়। তখন পরিত্যক্ত বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১ কোটি ৮০ লক্ষ টাকার ৬০ হাজার ইয়াবা পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ার সদরে জমা রাখা হয়েছে।