বাড়িআলোকিত টেকনাফটেকনাফ পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষনা

টেকনাফ পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষনা

খাঁন মাহমুদ আইউব (কক্সবাজার) প্রতিনিধি:-

কক্সবাজার’র সীমান্ত উপজেলার টেকনাফ পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের ১৯কোটি ৭৬ লাখ ২০ হাজার ১শ টাকা বাজেট ঘোষনা করা হয়েছে।মেয়র হাজী ইসলাম তার বক্তব্যে টেকনাফ পৌরসভাকে পর্যটন নগরী হিসেবে দেখার কথা জানালেও মূলত প্রধান তিনটি সমস্যার কথা উঠে আসেনি।

৬আগষ্ট (সোমবার)বিকাল ৪টা নাগাদ পৌরসভা মিলনায়তনে উক্ত বাজেট অনুষ্টান অনুষ্টিত হয়েছে।প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৫কোটি ১৬লাখ ২০হাজার ১শ ৭৭টাকা, উন্নয়ন খাতে ১৪কোটি ৬০ লক্ষ টাকা এবং সার্বিক বাজেট উদ্ধৃত ১কোটি ৫লক্ষ ৫৬হাজার ৪শ ৫৯টাকা ধরা হয়েছে।এতে হাট বাজার ইজারা ১কোটি টাকা, বাস স্টেশন ইজারা বাবদ ২০লক্ষ,বোট ঘাট ইজারা ১৬লক্ষ টাকা, দরপত্র সিডিউল বিক্রি ৭লক্ষ ৫০হাজার, গৃহ ও ভূমি কর ৪০লক্ষ, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ৫০লক্ষ,পেশা, ব্যবসা ও কলিং বাবত ১৫ লক্ষ, বোট লাইসেন্স ১লক্ষ ১০হাজার টাকা এবং বাজেট ব্যয় খাতে রাস্তা নির্মাণে ৫০লক্ষ, রাস্তা মেরামত ও সংস্কারে ১৫লক্ষ, হাট বাজার উন্নয়নে ১০লক্ষ টাকা ধরা হয়েছে।বাজেট পত্র পাঠ করেন,পৌরসভার সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফরায়েজী ও হিসাব রক্ষক মোহাম্মদ ছৈয়দ হোসেন।বাজেটে পৌর শহর জলাবদ্ধতা নিরসনে খাল পূণঃরুদ্ধার ও প্রধান সড়ক মেরামত পূর্বক সড়কের দু’পাশ দখলদার মুক্ত করে যানজট নিরসন এবং কাচাঁ বাজারের জন্য জায়গা নির্ধারনের ব্যাপারে মেয়রের সুস্পষ্ট বক্তব্য না পাওয়ায় পৌরবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।পৌর কাউন্সিলর রেজাউল করিম মানিক,নুরশাদ ও শাহ আলম ব্যতিত বাকী সকল পৌর কাউন্সিলর গন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments