সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ::
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ওপিডি ‘তে চালু হল বিনামূল্যে ভিডিও টেলিমেডিসিন সেবা। যার মাধ্যমে টাকার অভাবে টেকনাফের বাইরে যেতে না পারা গরীব রোগীরা টেকনাফে বসে বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নিতে পারবে বলে জানা যায়। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ও ডিটি সোশ্যাল ফোরামের সুযোগ্য চেয়ারম্যান, সবার প্রিয় ডা: টিটু চন্দ্র শীল বলেন, এই সেবার মাধ্যমে গরীব রোগীরা টেকনাফে বসে পছন্দের সমগ্র বাংলাদেশের বড় বড় (দেশের সেরা সেরা) বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নিতে পারবে। এছাড়াও বড় বড় চিকিৎসক এর দ্বারা জটিল রোগের চিকিৎসা/ সমাধান পাবে বলে আশা রাখি। এই সেবা চালু করায় টেকনাফ উপজেলার গরীব লোকজন স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।