টেকনাফ হাবিবছড়ার মো. হোসেন ১৪ লাখ টাকার ইয়াবাসহ আটক
স্টাফ করস্পন্ডেন্টঃ-
টেকনাফের লেঙ্গুরবিল ইউনিয়নের হাবিরছড়া এলাকা থেকে মো. হোসেন প্রকাশ ঘুরা পতুর (৪৫) নামে এক ইয়াবা বিক্রেতা আটক করেছে র্যাব-৭। গত ২৯ আগস্ট রাতে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মো. হোসেন। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার হাবিবছড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কক্সবাজার জেলার টেকনাফ থানার হাবিবছড়া এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানকালে র্যাব অভিযান চালিয়ে মো. হোসেন প্রকাশ ঘুরা পতুরকে আটক করে।
পরে তার দেওয়া তথ্যমতে বসতঘরে অভিনব কায়দায় স্কোচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘ যাবত এই অভিনব কায়দায় পেটের ভিতরে করে ইয়াবা বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৪ লক্ষ ২৫ হাজার টাকা।