কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। তাদের মধ্যে একজন ডাক্তার এবং অন্যজন হাসপাতালের কর্মচারী।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানার চোয়ানখালির রাসেল স্টোর এর সামনে মেরিন ড্রাইভ পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে অদ্য ৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে র্যাবের একটি দল অভিযান চালিয়ে মো. মিরাজ উদ্দিন (৩০) এবং মো. মোক্তার হোসেন শাহিনকে (৩৬) ইয়াবাসহ আটক করে। আসামীদের দেহ তল্লাশি করে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
র্যাব আরো জানায়, এর মধ্যে মো. মিরাজ উদ্দিন এমবিবিএস ডাক্তার। সে বর্তমানে আইসিডিডিআরবিতে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছে এবং মো. মোক্তার হোসেন আইসিডিডিআরবি এর একজন কর্মচারী। তাদেরকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৯ লাখ টাকা।