আলোকিত টেকনাফউখিয়াকক্সবাজার

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সাবেক এমপি বদির নির্দেশনায় টেকনাফ পৌর আঃলীগের আনন্দ মিছিল

মিজানুর রহমান মিজান

বাংলাদেশ নির্বাচন কমিশন কৃতক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করছে টেকনাফ পৌর আওয়ামী লীগ।গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুররহমান বদি’র নির্দেশ মোতাবেক এ মিছিল করা হয়।
এতে নেতৃত্ব দেন টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর।

মিছিলটি  আওয়ামীলীগ কার্যালয় শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর বলেন, দেশের উন্নয়ন গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামী পরিবার সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুর রহমান বদি’র নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালিয়ে প্রতিযোগিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো এই কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)এর লক্ষি আসনটি উপহার দেবো।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনূর আক্তার, সাধারণ সম্পাদক গোলাপজান বেগম, টেকনাফ স্থল বন্দর ব্যবসায়ী আমিনুর রহমান আমিন ও পৌর আওয়ামী লীগের ৯ ওয়ার্ডের সভাপতি সম্পাদকবৃদ্ধ উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান মিজান
০১৮২০২৯২২২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *