আলোকিত টেকনাফ

তাসফিয়া মার্ডার হিমাগারে

মিজানুর রহমান মিজান, স্পেশাল করস্পন্ডেন্টঃ-

চট্টগ্রামে চাঞ্চল্যকর তাসফিয়া মার্ডার হিমাগারে চলে গেছে। দেড় মাসেও পুলিশ কোন ক্লু বের করতে পারেনি। আলোচিত তাসফিয়াকে বহনকারী সিএনজি টেক্সীরও কোন নাগাল পায়নি।

এদিকে ঢাকা থেকে ভিসেরা রিপোর্ট আসলেও তাতে কোন বিষক্রিয়া বা এ্যালকোহলিক কারনে মারা যাবার লক্ষণ পাওয়া যায়নি। এ হত্যাকান্ডের অন্যতম ইন্ধনদাতা সন্ত্রাসী ফিরোজকেও পুলিশ ধরতে পারেনি।

অথচ ফিরোজ একাধিক অস্ত্রসহ আগে পুলিশের হাতে ধরা পড়েছিল। সে হিসেবেও পুলিশের নথিতে তার নাম থাকার কথা। অন্য একটি সুত্র বলছে পুলিশ ম্যানেজ হয়ে গেছে। এ মামলা আর আলোর মুখ দেখবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *