দূর্বৃত্তের হামলায় এক যুবক গুরুতর আহত
টেকনাফ প্রতিনিধি :-
টেকনাফে দূর্বৃত্তের হামলায় একযুবক গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে ৷ আহত যুবক হচ্ছে
টেকনাফ সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়ার মিজান ৷ সে আবূল বাশারের পুত্র বলে জানা যায় ৷
সুত্রে জানা যায় দূর্বৃত্তরা অতর্কিত হামলা করে পালিয়ে যায় ৷
হামলার শিকার হওয়া যুবকটির অবস্থা খুবেই আশংখা জনক।